সখিপুরে চুরি হওয়া মোটরসাইকেল জাজিরায় উদ্ধার আটক দুই

নিউজ২৪লাইন:

মোঃ রুহুল আমিন :
ভেদরগঞ্জ শরীয়তপুর থেকে :

সখিপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি সহ ১টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।

পুলিশ সুত্রে যানাযায় সখিপুর থানাধীন চরভাগা পশ্চিম মৃধা কান্দি সুলাইমান মোল্লার পুত্র খালেক মোল্লা ২ জন কে আসামি করে একটি মোটরসাইকেল চুরির মামলা করেন ।

মামলায় আসামীরা হলেন জাজিরা উপজেলা পুর্ব নাওডোবা ইউনিয়ন এর মদন তালুকদার কান্দি অমিত হাসান এর পুত্র বশির আহমদ তালুকদার (২০) ও একই উপজেলার ডুবিসায়বর গ্রামের মালেক মাদবর এর পুত্র মামুন মাদবর (২২)। তাদের বিরুদ্ধে অভিযোগ যে চরভাগা পশ্চিম মৃধা কান্দি আজিজুল হক পেদার গ্যারেজ হতে একটি মোটরসাইকেল তালা ভেঙে নিয়ে গেছে । মোটরসাইকেল এর রেজী নং- ঢাকা মেট্রো ল- ৩২-০৯৬৮ ও ইস্জিন নং-MD2A82DZZGCMO8018। গারিটি নীল কালার। এবং মোটর সাইকেলটি আসামিদের কাছেই রয়েছে।

মামলার ভিক্তিতে সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার এর নির্দেশে উপ পরিদর্শক আতিয়ার রহমান গোপন সংবাদের ভিক্তিতে জাজিরা থেকে অভিযুক্ত বসির আহাম্মদ তালুকদার সহ মোটরসাইকেলটি জাজিরা উপজেলার কাজির হাট এলাকা থেকে উদ্ধার করে। এবং ইজিবাইক চোরাই চক্রের মুল হোতা নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়ন এর হারুন মাদবরকে আটক করে।

এ বিষয় সকিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন মোটরসাইকেল চুরির মামলার বিক্তিতে আমরা গোপন সংবাদের ভিক্তিতে চোরি হওয়া মোটরসাইকেল ও অভিযুক্ত ১ জন এবং অটো চোর চক্রের ১ ব্যক্তিকে আটক করে আদালতের সোপর্দ করা হয়েছে। তবে এধরণের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

আবদুল আলী সিকদার বংশের ২১তম ইছালে ছওয়াব মাহফিল ১৪ ডিসেম্বর

খালেদ শহীদ,রামু;

রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠির সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ২১তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকাস্থ জাফর আলী সিকদার প্রজন্ম’র মরহুম নজরুল ইসলাম সিকদারের গৃহাঙ্গনে এ ইছালে ছওয়াব মাহফিল আয়োজন করা হবে। এ উপলক্ষে গতকাল শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৩ টায় উকিল মেহের আলী বাড়িতে অনুষ্ঠিত সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি সার্জেন্ট (অব:) মাহমুদুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচকের বক্তৃতা করেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল মনসুর।
সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়। ২১তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে অংশগ্রহণ ফি জনপ্রতি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইছালে ছওয়াব মাহফিল সফল আয়োজনের লক্ষ্যে সামর্থ্যানুযায়ী নির্ধারিত ফির অধিক দেয়ার জন্যেও অনুরোধ জানানো হয়।

এড. তানভীর শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সহ-সভাপতি মুহাম্মদ আলী হায়দার, যুগ্ম-সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, মোজাম্মেল হক সিকদার, রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক এড. মো. ইছহাক শাহরিয়ার নিক্সন, সদস্য রেজাউল করিম চৌধুরী, এহছানুল করিম চৌধুরী, মাওলানা মোহাম্মদ আবু তাহের, জাফর আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন সিকদার, শমশের আলী সিকদার প্রজন্ম সদস্য মো. আনোয়ার উল ইসলাম সিকদার, মাস্টার আলী আহমদ সিকদার, জব্বার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মো. আবদুল্লাহ ফারুক, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মোর্শেদুল আলম, হায়দার সিকদার প্রজন্ম কমিটির সদস্য মো. আমীর উদ্দিন চৌধুরী, নুরুল আবরার প্রমুখ।