প্রেম ও বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন দীঘি

বিনোদন ডেক্সঃ- শিশুশিল্পী দীঘির কথা কার না মনে আছে। মিষ্টি হাসি আর আর সংলাপে তিনি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেটা তো বহু বছর আগের কথা। দিন গেছে, দীঘিও হয়েছেন বড়। এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা। ইতোমধ্যে তার অভিনীত একাধিক সিনেমাও মুক্তি পেয়েছে। হাতে রয়েছে আলোচিত কিছু সিনেমার কাজ।

পেশাগত কাজের পাশাপাশি এখন দীঘির ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয়। অনুসারীদের মধ্যে গুঞ্জন রয়েছে, তিনি নাকি ইউটিউবার তাওহীদ আফ্রিদির সঙ্গে প্রেম করেন। অনেকে জানতে চান, তারা বিয়ে করবেন কবে।

এত দিন এসব গুঞ্জনের ব্যাপারে কিছু বলেননি দীঘি। এবার মুখ খুললেন। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন প্রেম ও বিয়ে নিয়ে তার ভাবনা। বললেন, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভাল বন্ধু। অনেকেই লেখেন, আমি প্রেম করি। গুজব কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন। আর প্রেম না, ক্যারিয়ার নিয়ে ভাবছি। বিয়েশাদি নিয়েও একদম ভাবছি না।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা রোমান্টিক কবিতা নিয়েও কথা বলেছেন তিনি। দীঘি বলেন, এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে শেয়ার করি।

অবিবাহিত তারকাদের জামাই আর জামার অভাব হয় না: পপি

বিনোদন ডেস্ক- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি নিয়ে সোশ্যাল মিডিয়া বিবাহ নিয়ে নানা গুঞ্জন, নানা কথা। সোশ্যাল মিডিয়া বা মুঠোফোনেও তার সাড়া মিলছে না। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছিল- পপি বিয়ে করে ঘর-সংসার করছেন। যদিও এ ঘটনার সত্যতা মেলেনি। তবে পপি এবার নিজেই মুখ খুলেছেন।

পপি নিজেকে ‘নিখোঁজ’ বলতে নারাজ। তিনি বলেন, ‘আমি কিছু ঝামেলায় আছি। ঝামেলা শেষ হয়ে গেলেই আমি আবার সবার সঙ্গে যোগাযোগ করবো। আমি সব কিছুই নজরে রাখছি। সময় মতো সব মোকাবিলা করবো। আমি গণমাধ্যমের সৃষ্টি। ‘আনন্দ বিচিত্রা’ আমাকে তারকা জগতে উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে। তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি। সেই গণমাধ্যমের সঙ্গে বিতণ্ডায় যাওয়া আমার পছন্দ নয়।’

বিয়ে প্রসঙ্গে পপি বলেন, ‘অবিবাহিত তারকাদের জামাই আর জামার অভাব হয় না- আমারও অভাব নেই। কিন্তু বিয়ে করতে হলেও পুরুষ লোকটির সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে হয়। আমার তো সে সময়ই নেই। এছাড়া আমি কারো সঙ্গে মিষ্টি করে কথা বলতে পারি না।’

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় শোবিজ থেকে দূরে ছিলেন পপি। সেই বিরতি ভেঙে তিনি কাজে ফিরেন রাজু আলীম ও মাসুমা তানির যৌথ পরিচালনায় ‘ভালোবাসা প্রজাপতি’ নামের একটি ছবি দিয়ে। শুটিংও করেন কিছুদিন।

এরপর হঠাৎ করেই উধাও এই নায়িকা। কোথাও তাকে দেখা যায়নি। কোনো কাজও করেননি। অনেক পরিচালকই তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন নাগাল পেতে। তখন থেকেই মূলত তার বিয়ের খবর ছড়াতে থাকে।

খবর রটে, বিয়ে করেছেন বলেই নিজেকে আড়ালে নিয়ে গেছেন পপি। তখন অনেকে দাবি করেন, গোপনে সংসার পেতেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।

মায়ের মাথা ফাটালেন ক্লোজআপ ওয়ান তারকা,

নিউজ ২৪লাইনঃ,
বিনোদন ডেস্ক- ইউপি নির্বাচন করার জন্য বাবার জমির ভাগ দিতে না চাওয়ায় মায়ের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ক্লোজআপ ওয়ান তারকা সাজুর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তার মা রানীজান এখন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সাজুর বড় বোন উলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

২০০৮ সালে বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তারকা দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মৃত আজগার আলী ও মোছা. রানীজান বেগম দম্পতির ছেলে সাজু আহমেদ (৩৫)।

২০০৩ সালে মারা যান সাজুর বাবা। প্রায় ১৯ বছর ধরে সাজুকে কোলে করে আগলে রেখেছিলেন তার মা। ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে সর্বস্ব ঢেলে দিয়েছেন মা। কিন্তু আজ মায়ের মুখেই সন্তানের বিরুদ্ধে বিচার দাবি। বারবার ছেলের হাতে অপমান-অপদস্ত হয়েছেন বলে অভিযোগ সেই মায়ের।

গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) শিল্পী সাজু আহমেদ তার মায়ের কাছে জমির ভাগ ও টাকা না পাওয়ায় হামলা করে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ করেছেন তার মা। তার বৃদ্ধা মাকে গুরুতর আহত অবস্থায় আত্মীয়স্বজনরা কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে। তিনি এখন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ক্লোজআপ ওয়ান তারকা সাজুর মা রানীজান জানান, আমি অনেক সহ্য করেছি। বাচ্চা মানুষ, আমার কোলের সন্তান। সে আমাকে আর মা বলে পরিচয় দেয় না। ওর জন্য আমি ভিক্ষা করেছি। মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। সে অপরাধ করেছে। আমি মা, অনেক সহ্য করেছি, অনেক ক্ষমা করে দিয়েছি। কিন্তু আর না,’ বলেই অঝর নয়নে কান্না শুরু করে কঠোর শাস্তি দাবি করছেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সাজু আহমেদের গর্ভধারিনী মা মোছা. রানীজান বেগম (৬৫)।

সাজুর মা আরও জানায়, সে চেয়ারম্যান পদে (ইউনিয়ন পরিষদের) নির্বাচন করবে বলে জমির ভাগ চাচ্ছে এবং এজন্য প্রায়ই সে আমাকে অপদস্ত করে আসছে। ২০০৮ সালে তার ক্লোজআপ ওয়ান তারকা হওয়ার জন্য এসএমএসের পেছনে জমি বন্ধক রেখে লাখ লাখ টাকা শেষ করছি। এখন তার নিজের জমানো অর্থ দিয়ে নির্বাচন করতে বলেছি এবং পরে জমির অংশ দিতে চেয়েছি। কিন্তু সে নির্বাচনের আগেই জমির অংশ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্য আমার ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই,যাবজ্জীবন জেল চাই ।

থানায় অভিযোগকারী সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম বলেন, সে আমাকেও কয়েকবার মারতে উদ্যত হয়েছিল। পরে আমার মা প্রতিবাদ করায় সে মাকে চাকু দিয়ে আঘাত করে। আমার চোখের সামনে এ ঘটনা ঘটেছে। এসময় অনেকে বাড়িতে উপস্থিত ছিল।

এ ব্যাপারে শিল্পী সাজু আহমেদের সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আমরা অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর বড় মেয়ে বাদি হয়ে অভিযোগ করেছেন। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কবি তৌহিদা আজিমের প্রথম প্রসব ‘ চাঁদ ডুবেছে করতলে’ কাব্যের দশমাস দশদিন

নাসের ভুট্টো;
No description available.
তৌহিদা আজিম এ সময়ের একজন নিবিষ্ট ও নির্জন কবি। কবিতা নয়, যেন হৃদয়ক্ষরণের বিষাদ বাঁশি বাজিয়ে যাচ্ছেন অপূর্ব শিল্পমুগ্ধতায়। প্রাত্যহিক পরিচর্যায় এঁকে যাচ্ছেন জীবনের মর্মলিপি। জীবন ও সৌন্দর্যের মনোদৈহিক বাসনাচিত্র আঁকতে আঁকতে কবিতা হয়ে উঠেছে তৌহিদা আজিমের নিবিড়তর নীড়। যে নীড়ে আজ অনায়াসে ঢুকে পড়ে অবাক করা চাঁদ, তাও ডুবে করতলে। আর চাঁদ ডুবে জোছনা ছড়ায় কবিতার অদৃশ্য শরীর। তাই পাঠক সমাজে সৃষ্টিশীলতার উৎসগুলো সময়ের অলিন্দে সমাদৃত হয়েছে বারবার। জীবনের ব্যস্ততার মাঝেও তিঁনি প্রয়োজনে ভেঙ্গেছে বৈষম্য। প্রতিদিন বর্ণচাষ করেন মননের ভাঁজে, বাস্তবতার ঘোর ঠেলে খোঁজে ফেরেন বৃক্ষের নিবিড় পাঠ, দিগন্তের আভা আর নির্ভার পংক্তিমালা। কবি তৌহিদা আজিমের প্রথম প্রসব ‘চাঁদ ডুবেছে করতলে’ কাব্যটির দশমাস দশদিনের চৈতন্যের শিকড়ে প্রোথিত বীজের এক বিস্ময়কর বিস্ময়, যা শতবর্ষে ফুটে উঠে। তিঁনি মনোযোগ্য কবি। প্রকাশভঙ্গির অনাবিলতাই তাঁকে আলাদা করেছে, করেছে ছন্দের প্রতি শ্রদ্ধা। তবে গভীরে প্রোথিত স্মৃতিজাগানিয়া তরঙ্গের স্পর্শে স্পর্শে যে জীবনের কল্লোল প্রবাহিত এতকাল, সহসা হাজারো স্মৃতিকে নাগরিক প্রবণতায় যথোপযুক্ত দান করেছেন আর এগিয়ে নিয়েছেন বোধের সীমানাকে। প্রখরভাবে নাগরিক বৈশিষ্ট্য তার মৌলুউপজীব্য কিন্তু সেটা কায়েম করতে গিয়ে ফিরিয়ে নিয়েছেন পাঠককে চিরন্তন ও চিরায়ত মুগ্ধতার অসংখ্য স্মৃতিতে যার ফলে এতে চিত্ররূপে বর্ণিল, অঙ্কনে আবীরময়, বহুবর্ণাভায় প্রতীকায়িত, সমৃদ্ধময়। উপযুক্ত মানস- বিষয়ীতে, আধার ও আধেয়র আবর্তে। দীর্ঘদিন পরিচর্যায় তিনি প্রাণ দিয়েছেন ও সৃষ্টি করেছেন ধ্রূপদী কাব্যগ্রন্হ ‘চাঁদ ডুবেছে করতলে’। পৌছেছেন মুকুলিত মুকুরে। সেই মুকুরে কোন উচ্চস্বর নেই, নেই কোন দুর্বোধ্য আগল। বরং লেখিকার অন্তর্লোক থেকে উৎসারিত বোধের সরল নির্মাণ প্রতিটি কবিতা বুনন যা- অনাবিল সরসতায় স্নিগ্ধ ও মধুরিমায় আপ্লুত। নিরাভরণ অথচ ব্যঞ্জনাময় শব্দসৌরভের সুর যে কোন পাঠককে নিয়ে যায় অনুভবের ভিন্ন- আঙিনায়। সেই ফেলে আসা জীবন বৃক্ষের বোধাতীত বিস্ময় ও স্মৃতির ভান্ড়ার আজকের নান্দনিক সৃষ্টি যার প্রতিটি কবিতার শিরোনামই জানিয়ে দেয় জীবনের রক্তমাংস ও নিঃশ্বাসের সঙ্গে কবির নিবিড়তর সম্পর্ক ও আবেগের আন্তরিক প্রকাশ যা সহজেই মেলেনা চারপাশে। কবি তৌহিদা আজিমের ‘চাঁদ ডুবেছে করতলে’ কাব্যটি পড়ার পর মনে হলো, কবি হৃদয় খুঁড়ে জাগানো বেদনার গল্প বলতে ভালোবাসেন। জীবন থেকে আলাদা কোনো কিছু নয়। আমাদের প্রতিদিনকার যাপিত জীবনেরই নান্দনিক উপস্হাপনা। এখানে মানবিক ছন্দ আছে, বিরহ আছে,আছে প্রকৃতিও। চারপাশের পরিচিত মুখগুলোকে নতুন করে চেনান তিনি, ভাবানও। কবিতার প্রতিটি শিরোনামই জানিয়ে দেয় জীবনের সঙ্গে সমুদ্র কন্যার বোধ ও চৈতন্যের অভিপ্রায়টি। প্রতিটি কবিতাচয়নে স্বতন্ত্র ভাবনার- কবিতা সূচিবদ্ধ হলেও কবিতাগুলোর অন্তস্রোতে একটি ঐক্যসূত্র রয়েছে। সেটি হচ্ছে প্রেম। মানুষের জীবনে খন্ড় খন্ড় অভিজ্ঞতার সমাবেশ। সেই সমাবেশে নানা রঙ – আনন্দ, বেদনা, সুখ ও দুঃখের অনির্বচনীয় এক অনুরণন। সময়ের ক্যানভাসে এইসব অনুরণন নানা বর্ণবিভায় উদ্ভাসিত হয়। তেমনি ‘চাঁদ ডুবেছে করতলে’র কাব্যগ্রন্হের ‘যুবকের ঘ্রাণ’ শিরোনামের কবিতার প্রথম স্তবকটি গভীর আবেগে একবার পড়তে চাই- ‘ কতোদিন তোমার কাছে যাই নি কতোদিন স্বপ্নের হাত ছুঁয়ে দেখি নি ‘। কবি তৌহিদা আজিমের প্রেম ও বিদ্রোহের মধ্যে কোন বিরোধ নেই, বরং তা একই উৎসের দুই পরিপূরক প্রতিভাস। যে আন্তর – প্রেরণায় তিনি অধরা পুরুষ’কে পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, ব্যর্থতায় হয়ে পড়েন বিষন্ন, সেই একই প্রেরণায় সত্য-সুন্দর-মঙ্গল প্রতিষ্টায়, স্বাধিকারের বাসনায় তিনি উচ্ছারণ করেন প্রেমের অমুল্য বাণী। এই সৌন্দর্যের অনুভুতিই নানাভাবে নানা ছন্দে রূপ নিয়েছে এবং এই অনুভুতির পথ ধরে চলতে চলতেই চিনতে পেরেছিলেন যা কবির স্মৃতি ও শ্রুতিতে চির- ভাস্বর। এতকাল এই ব্যর্থতার জন্য তাঁর তীব্র হাহাকারবোধ নেই বরং অভিঞ্জতালব্দ- দর্শনাশ্রিত হয়ে আবিস্কার করেছে প্রেমের শ্বাশত-সত্য। তাঁর কবিতায় সময়ের ছায়া আছে, আছে স্মৃতিতাড়ানিয়া সুখ কিংবা গভীর গভীরতর নষ্টালজিয়া। কবির অন্তর্লোক থেকে উৎসারিত বোধের সরল নির্মাণ প্রতিটি পংক্তি- যা অনাবিল সরসতায় স্নিগ্ধ ও মধুরিমায় আপ্লুত। নিরাভরণ অথচ ব্যঞ্জনাময় শব্দসৌরভের সুর আমাদেরকে নিয়ে যায় অনুভবের ভিন্ন আঙ্গিনায়। তাই তো কবি অকপটে বলেন- ‘হিংসায় ফুল ফোটে না, বরং ধ্বংস হয়ে যায় টুইনটাওয়ার’। ( চাঁদ ডুবেছে করতলে) ‘খেলাঘর’ শিরোনামের শেষ দুটি লাইন। পাঠক এই দুই লাইনে খু্ঁজে পাবে গভীর এক বিচিত্র অনুভব। যা মৃদু স্পন্দনময় ও গভীর অতলের এক সমুদ্র নাবিক কী যেনো খুঁজছে অনায়াসে। দৃশ্যমান নয়, অথচ অনুভবের এক শিহরণ ঢেউ খেলে যায় সমস্ত ইন্দ্রিয়ে। পাঠকের আনুগত্য ও আকর্ষণ কেবল একজন কবির সৃষ্টিকর্মের মান ও উৎকর্ষের সঙ্গে সম্পর্কিত নয়, বরং তাঁর জীবনাচার ও বিচিত্র বহুমুখী কর্মকান্ড় ও পালন করতে পারে একটা বড় ভুমিকা। কারণ, লেখকসত্বা কেবল লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটি লেখকের জীবন ও সৃষ্টির ওপর প্রভাব বিস্তার করতে পারে। ভাষিক অনুভূতির নিগূঢ় ব্যঞ্জনের নাম কবিতা। কবিতা যে- কোনো সাধারন ভাষা মাত্র নয়, তারই প্রগাঢ় অনুরণন দেখতে পাই। বিষয়, আঙ্গিক ও চিন্তার গভীরতায় তিনি বৈশ্বিক। আবহমান ভাবের বিস্তৃতিতে তিনি স্বদেশিক। একটি শব্দের অপর একটি শব্দের সঙ্গে জুড়ে দিয়ে তিঁনি শব্দানুষঙ্গ সৃষ্টি করেন গভীর প্রত্যয়ে। তাই কবি চান ফুল ফুটুক ও বিচ্ছুরিত হউক বিবিধ ভাবে, উদ্ভাসিত হউক- পৃথিবীর মানচিত্র। প্রকৃতির কবিকে প্রতীক রূপে ব্যবহার না করে চিত্তলোকে ঠাই দেওয়া একজন কবির আজন্ম স্বভাব। কবি তৌহিদা আজিমের ‘ চাঁদ ডুবেছে করতলে’ কাব্যের ‘পাথর সময়’ শিরোনামের কবিতায় মহাকাল যাপণের নষ্টালজিয়ায় সিক্ত হয়েছেন। তাই তিঁনি উচ্ছারণে বৈষম্য করেন নি বরং নির্দ্বিধায় বলেছেন- ‘অবসরে আমার দু’মিনিট সময় যেন আর কাঁটে না অথচ কতো মহাকাল আমি একা আছি’। কবি তৌহিদা আজিমের কবিতা অনেকাংশে সরল, আধুনিক জটিলতা যা এসেছে তা সরলতাকে অবগাহন করতে যেয়ে। আসলে মানুষ মাত্রই একা, শেষপর্যন্ত একা। তারপরও কবি ভালোবাসা ছড়িয়ে দিতে চান সমগ্র ধরায়, কারনঃ তিঁনি ভালোবাসার কাঙ্গাল। ভালোবাসা দিতে গিয়ে বারবার প্রতারিত হয়েছেন মানুষের কাছে। যখন ব্যর্থতা স্পর্শ করেছেন তখন তিনি বেদনাহত হৃদয়ে উচ্ছারণ করেছেন । ‘ বিষাদের জ্বর’ কবিতায় শাশ্বতিক বিরহকে তিনি আবিস্কার করতে পেরেছেন বলেই উপলব্দি করেছেন ‘দীর্ঘশ্বাস’ কবিতাটি। তাই কবি তৌহিদা আজিম বুঝিয়ে দিয়েছেন প্রেমের জগত প্রাপ্তি নয়, বরং অপ্রাপ্তি- মিলন নয় বরং বিরহই চিরায়ত সত্য,শাশ্বত প্রাপ্তি। প্রত্যেক মহৎ কবি তাঁর নিজস্ব সমুদ্রের সঙ্গে গভীর বিজড়িত থাকেন এবং প্রত্যেক সৃষ্টিকর্মেই তাঁর নিজস্ব ঢেউয়ের একটা বিশেষ রূপ ধরা পড়ে – যা স্বতন্ত্র্য প্রাতিস্কিতায় অতুলনীয়। প্রত্যেক কবিতারই থাকে একটা নিজস্ব চরিত্র, স্বতন্ত্র্য, জলবায়ু, আলাদা বৈশিষ্ট, চাল-চলন,যানবাহন,খাবার-দাবার, স্বতন্ত্র্য ভুগোলের অবকাঠামোর কবিতার চালচিত্র তাঁর আত্মার এ স্বরূপ আমরা চিত্রিত দেখি- তার প্রকাশিত কাব্য ‘চাঁদ ডুবেছে করতলে’। কবির চুড়ান্ত শব্দ- ভালোবাসা। ভালোবাসার আলো-আঁধারী পথে চলতে গিয়ে কবি তৌহিদা আজিম নিরন্তর নিজেকে ভাঙ্গেন আর গড়েন। সেই ভাঙ্গাগড়ার মাঝে তিঁনি প্রসব করেন নান্দনিক ও সময়োপযোগী কবিতা। কবি’র অপূর্ব সৃষ্টি অনুরাগ মাখা স্বপ্নময় কবিতাচরণে আমরা দেখি- অতৃপ্ত আবেগে রক্তে রাঙা রূপসী বাংলার চিত্র, ড়াংগুলি খেলার জম্পেস বাহাস, মগপাড়ার মনোরম প্রাকৃতিক দৃশ্য, আচারগুলির বন্ধুকের টুস টুস শব্দের ঝংকার,মগপাড়া খালের রহস্যময় শিহরণ, দুইদ্যা নামক খেলা, চিকুত কুত খেলা, পট ভাইজ্যানি ও দলবেঁধে ভুতের কিচ্ছা- কাহিনী শ্রবণ, যা সাধারন পর্যায় থেকে তুলে এনে বিশেষ ভাবে সমৃদ্ধ করেছেন অন্যদিকে আছে ব্যাক্তির জীবন, রাষ্ট্র,রাষ্ট্রের মানুষ ও সমাজ বাস্তবতার টুকরো উপলব্দি। জীবনের প্রয়োজনে আমরা এগিয়ে যাই সামনে কিন্তু হারানো অতীত স্মৃতিগুলো মনের কোণে ফিরে আসে বারবার, সেই অদম্য স্মৃতিরা এক সময় মিছিল করতে করতে পত্রপল্লবে বিস্তৃতি হয়ে জন্ম নেয় একেকটি কবিতা যার প্রতিফলন কবি তৌহিদা আজিমের অন্তর্লোক থেকে উৎসারিত ‘ চাঁদ ডুবেছে করতলে’। তাছাড়াও গ্রন্হের গোপনে যতনে আছে- চারপাশের বাস্তবতার এই প্রতিরূপায়নের মাধ্যমে প্রকৃতপক্ষে প্রতিদিনের চেনা দৃশ্যকে চোখের সামনে তুলে ধরে কবি আমাদের তথাকথিত প্রগতিশীলতার মুখোশের অন্তরালে যে সমাজতান্ত্রিক ব্যাক্তিমানুষের বসবাস তাকে চপেটাঘাত করেছেন। প্রতিটি কবিতায় দেখতে পাই স্বচ্ছতা, স্পস্টতা রূপায়নের ফলেই আমরা পেয়ে যাই কবি তৌহিদা আজিমের ধ্যানের সমস্ত আয়োজন। যা পাঠকদের মুগ্ধচৈতন্যে গুঞ্জন তুলবে অহর্নিশ। কবি কবিতা রচনা করেন, কবির অনুভবে ঘন হয়ে ওঠে নিজস্ব বোধ- চেতনা, পরিপার্শ্ব। কবির চেতনার রঙের রংধনু হয় কবিতা- প্রতীক ,উপমা, উৎপ্রেক্ষা। কোন লেখক কত স্মৃতির দুয়ার খুলবেন, তা এক চির- অমিমাংসিত সত্য। এই অমিমাংসাই শিল্পের সম্ভাবনা। অতৃপ্তির বন্দরে তার তাবৎ নোঙর। একজন কবির বড় সম্বল তাঁরই স্মৃতি। সবার মধ্যে থেকেও নিজের পথ নিজেকেই রচনা করতে হয়। আবেগকে পরাতে হয় প্রঞ্জার লাগাম তাই বিন্দু বিন্দু স্মৃতির তরঙ্গে কবি তৌহিদা আজিম এক নিরন্তর ডুবুরি। আমাদের কবি তৌহিদা আজিম সমস্ত বিষয় পরিবেশনে কৌশল ও দক্ষতার সাক্ষ্য দিচ্ছে, কোনো কবিতাতে তীব্র একটা উল্টো বাঁকের সাথে দারুন সখ্যতা, বৃক্ষের তরুন শাখার বসন্তের পাতার মতো প্রিয় মানুষের জন্য নিবেদিত কবিতা, কোনো স্মৃতিতে যেন ছাইচাপা আগুন, ধিকি ধিকি জ্বলছে… দারুন। অপ্রাপ্তির যন্ত্রনার জন্য এখন আর হাহাকার নেই, আছে অন্তর্গত ব্যাকুলতা। এই ব্যাকুলতা নিজস্ব, একজন গর্ভধারিনীর আজন্ম আর্তনাদ। যা পাঠককে নিয়ে যাবে আবেগের মহা-তরঙ্গে। এভাবে প্রতিটি ধাপে ধাপে উঠে এসেছে স্মৃতির কোঁচড়। তাছাড়া কাব্যগ্রন্হটির নিপূণ বিন্যাস, ভাষার স্বতঃস্ফূর্ত ও সাবলীল গতি এবং মানুষের মনোবিশ্লষণী অন্তর্দৃষ্টির দিকটি নিশ্চয় মুগ্ধতা ছড়াবে যে কোন পাঠককে। বিষয়ানুগ ভাষা-ব্যবহার, উপমা- রূপক- উৎপ্রেক্ষা ও সমাসোক্তি অলন্কারের শিল্পিত সৃজন এবং ভাবের অন্তরাশ্রয়ী গীতোময় গতিবেগে ‘ চাঁদ ডুবেছে করতলে’ কাব্য তৌহিদা আজিমের- কাব্যধারার ইতিহাসে এক উজ্জ্বল নির্মাণ।
No description available.
লেখক – নাসের ভুট্টো
কবি ও প্রাবন্ধিক, ককসবাজার।

জামিন পেলেন আলোচিত সেই পরীমণি

নিউজ ২৪লাইনঃ
বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান,নীলাঞ্জনা রিফাত সুরভী,কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন শুনানির জন্য আজ (৩১ আগস্ট) দিন ধার্য করেন।

গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন।

৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্য মাদকদ্রব্য জব্দ করে।

পরের দিন বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরীমনিকে গ্রেপ্তার দেখিয়ে প্রথমে চার দিন, পরে ১০ আগস্ট দুই দিন ও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।

পরীমনি এখন আটক আছেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে। জামিন শুনানি হলেও আজ পরীমনিকে আদালতে আনা হয়নি।

পরীমণির মুক্তি চাইলেন বাংলা গানের জনপ্রিয় গায়ক আসিফ আকবর

আইনের প্রতি শ্রদ্ধা রেখে চিত্রনায়িকা পরীমণির মুক্তি চাইলেন বাংলা গানের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শনিবার নিজের ফেসবুক পেজে পরীমণির মুক্তি চেয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এমন দাবি জানিয়েছেন তিনি।

নিউজ ২৪ লাইন ঃ
পরীর মুক্তি চেয়ে কণ্ঠশিল্পী আসিফ লিখেছেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখেই দাবি জানাই পরী মণির মুক্তি চাই। প্রয়োজনে তাঁকে রিহ্যাব করানো হোক। সে ভয়ঙ্কর অপরাধী নয়, অভিভাবকহীনতার শিকার একটা লক্ষ্যহীন নৌকা মাত্র। তাঁর কোটি ফলোয়ার আজ হয়ে গেছে দ্বিগুণ হেটার্স। ফলোয়াররা যে বিপদের কারণ হতে পারে; এটা বুঝতে হবে শোবিজের মানুষদের।’

পরীমণি প্রসঙ্গে দেশের জনপ্রিয় এই সংগীত তারকা লিখেছেন, ‘ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ফোর্বস-এর বিশ্লেষণে মেয়েটা ছিল শোবিজে একজন প্রভাবশালী নারী। বাংলাদেশের ফেসবুক জগতে তার ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার। এই নিয়ে মিডিয়াসহ দেশের মানুষের গর্বের শেষ ছিল না। মা আগুনে পুড়ে মরেছেন দুমাস কষ্ট পেয়ে। ব্যবসায়িক কারণে মেয়েটার বাবাও খুন হয়েছেন। সাপলুডুর সাপগুলো পুষে মইগুলো বেয়ে বেয়ে মেয়েটা হয়তো একটা জায়গায় পৌঁছেছে। মফস্বলের একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্যই যোগ্যতা ছিল, রহস্যের তো শেষ নেই। রঙিন দুনিয়ায় সব মেয়েরা খারাপ, আর পুরুষরা মহান। তারকাদের প্রতি সাধারণ মানুষের দেওয়া সম্মানকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার জন্য ঘোর একটা গায়েবি অভিশাপ। মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিন্যাল হয়ে গেল হঠাৎ করেই?’

কে এই আমান রেজা পরীমণির আইনজীবী

নিউজ ২৪লাইনঃ
এবার আলোচনার কেন্দ্রে পরীমণির আইনজীবী আমান রেজা। কে এই আমান রেজা? সর্বমহলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তিনি ঢালিউডের অভিনয়শিল্পী হিসেবেই পরিচিত। পেশায় আইনজীবী। পরীমণির প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের মধ্যে আমান রেজা একজন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। তার বাবা একজন ব্যবসায়ী। মা অবসরপ্রাপ্ত একজন জেলা জজ।

আরো পড়ুন….অর্ধযুগ আগের ভিডিও ভাইরাল, রাধিকাকে বয়কটের ডাক
২০০৮ ফটোগ্রাফার এল কে লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ‘সেই তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১২টি।

আরো পড়ুন…নাসির-অমির বিরুদ্ধে চার্জশিট
আমান রেজা গণমাধ্যমকে বলেন, ‘পরীমণি একজন অভিনয়শিল্পী ও নারী। তার জামিনের পাওয়ার আইনগত অধিকার রয়েছে। আমরা চাই তার জামিনটা যেন শিগগিরই হয়। যদি তিনি অপরাধী প্রমাণিত হন তাহলে শাস্তি পাবেন। তবে তার জামিন পাওয়ার অধিকার আছে। শুধু পরীমণি নয়, আমার দায়িত্ব হচ্ছে একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা করা। আমি শুধু পরীমণি না, চলচ্চিত্র জগতের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীদের মামলা পরিচালনা করেছি। আমি শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন পেশাটাও পরিচালনা করে। পরীমণির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় শুনানিতে অংশগ্রহণ করতে পারিনি। ’

আরো পড়ুন…দিনশেষে ফারিয়াকে যে বাজে কথাগুলো শুনতে হয়
গত শুক্রবার (১৩ আগস্ট) পরীমণিকে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরীর পক্ষের আইনজীবী মুজিবর রহমান জামিনের আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

1 2 3 4 5 6 30