রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী দুই \ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিউজ২৪লাইন:

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুক্তিযুদ্ধের পক্ষ সমর্থিত রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসন ভুঁইয়া রানু প্রতিদ্ব›িদ্বতা করবেন। ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হওয়ার পথে এগিয়ে রয়েছেন। অন্য সকল প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় ও ক্যাসিনোকান্ডের সেলিম প্রধানের চেয়ারম্যান পদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আইনজীবী স্বপন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, স্থানীয় তাঁতীলীগ নেতা রাসেল আহমেদ। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তিন বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা ও স্থানীয় যুব মহিলালীগ নেত্রী তানিয়া সুলতানা। এছাড়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের কারনে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত অনলাইন ক্যাসিনোকান্ডের সেলিম প্রধানের চেয়ারম্যান পদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। সে কারনে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানন আবু হোসন ভুঁইয়া রানু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এগিয়ে রয়েছেন।
এ ব্যাপারে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পুত্র রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা চেয়ারম্যান পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে আওয়ামীলীগের এমপি-মন্ত্রীদের আত্মীয় -স্বজনদেরও প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় কোন্দল নিরসন এবং নির্বাচনকে অংশগ্রহণমূলক করতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পিতা-মাতা জন্মদাতা হলেও রাজনৈতিকভাবে দলীয় নেতার সিদ্ধান্তই আমার কাছে চুড়ান্ত সিদ্ধান্ত। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ও দলীয় শৃঙ্খলা মেনে আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

রূপগঞ্জ উপজেলার বেশ ক’জন মুক্তিযোদ্ধা বলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী হবে মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির মধ্যে। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বেশ ক’জন নেতা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের দিক থেকে রূপগঞ্জ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সমর্র্থিত প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবকে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা মনে করি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধীরা পরাজিত হয়েছিলো। এবারের নির্বাচনেও তারা পরাজিত হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম বলেন, এবারের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৪২টি। পুরুষ ভোটার ২ লক্ষ ৫১ জন, মহিলা ১ লক্ষ ৯০ হাজার ৫৫৪জন ও হিজড়া ২ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬০৭ জন। নির্বাচনের তফসিল অনুযায়ী ২মে প্রতীক বরাদ্দ ও ২১মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

রূপগঞ্জে স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রূপগঞ্জ ইউপির জয়লাভ

নিউজ২৪লাইন:

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের চতুর্থ খেলায় রূপগঞ্জ ইউনিয়ন ৩-০ গোলে গোলাকান্দাইল ইউনিয়নকে হারিরে জয়লাভ করেছে। বিজয়ী দলের পক্ষে ইমন দুইটি ও মিরাজ একটি গোল করেন।

গতকাল ২৬ এপ্রিল শুক্রবার সরকারি মুড়াপাড়া পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এ খেলায় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউর রহমান রিপন, অর্থ সম্পাদক পবিত্র রঞ্জন দাস, সদস্য এজাজ আহমেদ, আলম হোসেন, কাজল সরকার, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, মুড়াপাড়া ইউপি সচিব মোঃ হাবিবুল্লাহ মিয়া, মুড়াপাড়া ইউপি সচিব গোলবক্স ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপি সদস্য নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক অনুপম হাসান ফরিদ, সাংবাদিক এনামুল হক প্রমুখ।

দিনে হিটস্ট্রোকের ভয়, চাঁদের আলোয় ধান কাটছে কৃষকরা

নিউজ২৪লাইন:

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। তীব্র তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে জনজীবনে বেড়েছে ভোগান্তি। হিটস্ট্রোকে প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও কেউ মারা যাচ্ছেন। আর এই শঙ্কায় রাতে ধান কাটছেন জেলার কৃষকরা।
জানা যায়, দাবদাহের ফলে বেশ বিপাকে পড়েছেন শরীয়তপুরের বোরো ধান চাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা ধান কাটতে পারছেন না তারা। তাই বাধ্য হয়ে রাতে ধান কাটছেন অনেক কৃষক।
স্থানীয় কৃষকরা জানান, তীব্র তাপপ্রবাহের কারণে শরীয়তপুরে কৃষি শ্রমিকের সংকট চরমে পৌঁছেছে। গত কয়েক দিন ধরে আগাম জাতের ধান পাক ধরায় কৃষকরা কাটা শুরু করেছেন। গরমের কারণে শ্রমিকের অভাবে তারা ধান তুলতে পারছেন না।
ধানচাষিরা জানান, সারাদেশে চলছে তীব্র দাবদাহ। এর প্রভাব পড়েছে শরীয়তপুরেও। এর মধ্যে আবার জেলার অধিকাংশ জমিতে বোরোধান পাকতে শুরু করেছে। তবে অতিরিক্ত গরমে দিনের বেলা হিটস্ট্রোকসহ বিভিন্ন অসুস্থতার ভয়ে ধান কাটতে পারছেন না চাষিরা। তাই রাতের বেলায় চাঁদের আলোয় ধান কাটতে দেখা গেছে তাদের। এই অতিরিক্ত গরমে শ্রমিক না পেয়ে নিজেরাই নিজেদের জমির ধান কাটছেন। যতদিন চাঁদের আলো থাকবে, ততদিন এই ধান কাটবেন বলছেন তারা।
সদর উপজেলার ভাষান চর এলাকার চাষি রহমতুল্লাহ বলেন, ভোরে মাঠে গিয়ে ধানের জমিতে কাজ শুরু করতেই সূর্য উঠছে। সূর্যের তাপে গরমে শরীর ঘেমে যাচ্ছে। বেশি সময় মাঠে থাকা সম্ভব হচ্ছে না। অতিরিক্ত তাপের কারণে ধান গাছ শুকিয়ে যাচ্ছে। ফলন বিপর্যয় দেখা দিতে পারে। জমিতে পানি জমিয়ে রাখলেও শুকিয়ে যাচ্ছে। তাই ৪ জন কিষান নিয়ে রাতে ধান কাটি। রাত ৯টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত চলে এ ধান কাটা।
আংগারিয়া এলাকার ধানচাষি মিজান মাদবর বলেন, আমি রাতের বেলায় কিষান নিয়ে ৪০ শতাংশ জমির ধান কাটার কাজ শুরু করেছি। মূলত দিনের বেলা হিটস্ট্রোকের ভয়ে অনেকেই ধান কেটে দিতে রাজি হয়নি। পরে রাতের বেলা ধান কাটা শুরু করি। রাতের বেলা জমিতে যেমন বাতাস থাকে তেমনি ঠান্ডাও থাকে। আমি মনে করি এই সময়ে রাতেই ধান কাটার উপযুক্ত সময়।
শরীয়তপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলায় ২৫ হাজার ৫২৬
হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৫ হাজার ৫৮৫ হেক্টর, নড়িয়া উপজেলায় ৫ হাজার ৪২০ হেক্টর, জাজিরা উপজেলায় ১ হাজার ১৫১ হেক্টর, ভেদরগঞ্জ উপজেলার ৪ হাজার ৬৫০ হেক্টর, ডামুড্যা উপজেলায় ৩ হাজার ৮২১ হেক্টর ও গোসাইরহাট উপজেলায় ৪ হাজার ৮৯৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
গত বছর জেলায় আবাদ করা হয়েছিল ২৫ হাজার ১৯০ হেক্টর জমিতে। আর উৎপাদন হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৯০৬ টন। গত বছরের তুলনায় এ বছর উৎপাদন বেড়েছে ৩৩৬ হেক্টর জমিতে। চলতি মৌসুমে জেলায় বোরোধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬২৭ টন। তবে একটানা চলা প্রচণ্ড দাবদাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যঘাত ঘটবে বলে ধারণা করছে কৃষিবিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন, প্রচণ্ড দাবদাহে আমাদের কৃষকদের দিনের বেলা ধান কাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কারণ অতিরিক্ত গরমে কাজ করলে তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই যারা এই গরমে মাঠে কাজ করবেন তাদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি গাছের ছায়ায় বিশ্রাম নিতে হবে।

নড়িয়ায় যুব মহিলালীগ নেত্রীর সহায়তায় অপহৃত কিশোরী উদ্ধার করে প্রশংসায় ভাসছেন

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি সুলতানা রাজিয়া মনি’র সহায়তায় এক অপহৃত কিশোরীকে (১৬) উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন সুলতানা রাজিয়া মনি। সে আসন্ন নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুলতানা রাজিয়া মনি।

মনি’র স্বামী নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন আহম্মেদ সানি জানান, ওই কিশোরীর সঙ্গে স্থানীয় দিপু চৌকিদারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি তারা তাদের বাবা মাকে না জানিয়ে বিয়ে করে। এতে ওই কিশোরীর বাবা-মা ক্ষিপ্ত হয়ে দিপু চৌকিদারকে প্রধান আসামী করে ৪ নামে অপহরণ মামলা করে। পরে নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি সুলতানা রাজিয়া মনি’র সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করে নিজ বাড়িতে রেখে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ওই কিশোরীকে তাদের মায়ের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন যুব মহিলা লীগ নেত্রী সুলতানা রাজিয়া মনি।

নড়িয়ার অনেকেই বলেন, সুলতানা রাজিয়া মনি ও তার পরিবারের সদস্যরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে। অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। মনি একজন মানবিক নেত্রী। তাঁর সাহাবউদ্দিন আহম্মেদ সানিও একজন পরোপকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। আল্লাহ তাদের মঙ্গল করুক।

নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, যুব মহিলা লীগ নেত্রী সুলতানা রাজিয়া মনির সহায়তায় কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ধন্যবাদ, ভাল কাজে সহায়তা করার জন্য।

ফরিদপুরে আলোচিত বাস এবং পিকআপ সংঘর্ষে জড়িত বাস চালককে আটক করেছে র‌্যাব-১০ ফরিদপুর

মো:টিটুল মোল্লা,ফরিদপুর।।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের দিকনগরের ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের সাথে ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনার সেই বাস চালককে আটক করেছে র‌্যাব-১০ ফরিদপুর সিপিসি ৩ ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার লে: কমান্ডার কে এম শাইখ আকতার। আটক চালকের নাম খোকন মিয়া, সে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বাজে বামুনদাহ গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেনের পুত্র।

পাশাপাশি এ ঘটনায় চারটি কারণের কথা উল্লেখ করে গত রোববার রাতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের নিকট প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকীকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রতিবেদনে যে চারটি কারন উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে- ঈদের পরে বাস চালকের দীর্ঘ সময় গাড়ি পরিচালনায় ক্লান্তি আর চোখে ঘুম, দুটি যানের অধিক গতি, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা ও মহাসড়কে অটোরিকশার-ভ্যান উপস্থিতি।

এদিকে সাংবাদিক সম্মেলনে লে: কমান্ডার কে এম শাইখ আকতার জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার দুপুরে তাকে আটক করেন সদস্যরা। তিনি জানান, দুর্ঘটনার আগের রাতে ওই চালক রাত নয় টা থেকে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার দিনে ঘুম চোখে নিয়ে গাড়ি চালানো এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া গাড়িটি দ্রæত গতিতে ছিল বলেও উল্লেখ করে বিপরীত দিক থেকে আসা দ্রতগতি থাকায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলেও দাবি করেন তিনি।

এবিষয়ে হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, গত ১৬ এপ্রিল কানাইপুরের দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১১ জন মারা যান। আহত হন ৭ জন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন।

জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা করেন ৯ চেয়ারম্যান প্রার্থী

নিউজ২৪লাইন:

মেহেদী হাসান হৃদয়
জাজিরা শরিয়তপুর

সাড়া দেশের ন্যায় উপজেলা পরিষদ নির্বাচনে এবার দ্বিতীয় ধাপে অংশ নিবেন শরীয়তপুর ১ আসন পালং ও জাজিরা উপজেলা পরিষদ । রবিবার ( ২১ এপ্রিল) সকাল থেকেই জাজিরা উপজেলা নির্বাচন কমিশন অফিসে একে একে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর ঘোষিত তফসিলের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে জাজিরা উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের ৯ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন। ১ মোঃ ইব্রাহিম মাদবর। ২ এস এম আমিনুল ইসলাম। ৩ মোহাম্মদ ইদ্রিস ফরাজি। ৪ আবদুল আলিম। ৫ শামসুর নাহার। ৬ মোহাম্মদ শামসুল হক খান। ৭ আবুল বাশার আল- আজাদ। ৮ নান্নু মিয়া। ৯ মোঃ মোশারফ হোসেন।

প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সাধারণ জনগণের স্বার্থরক্ষা করতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সভা করেন। আসন্ন জাজিরা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ খোজখবর সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বিভিন্ন স্কুল মসজিদ ও হাট বাজারে জনসাধারণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় ও দোয়া মাহফিলে অংশগ্রহন করে দোয়া ও সমর্থন চেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।

আসন্ন জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা করেন ৯ চেয়ারম্যান প্রার্থী

নিউজ২৪লাইন:

মেহেদী হাসান হৃদয়
জাজিরা শরিয়তপুর

সাড়া দেশের ন্যায় উপজেলা পরিষদ নির্বাচনে এবার দ্বিতীয় ধাপে অংশ নিবেন শরীয়তপুর ১ আসন পালং ও জাজিরা উপজেলা পরিষদ । রবিবার ( ২১ এপ্রিল) সকাল থেকেই জাজিরা উপজেলা নির্বাচন কমিশন অফিসে একে একে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর ঘোষিত তফসিলের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে জাজিরা উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।

জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের ৯ জন চেয়ারম্যান প্রার্থীরা হলেন। ১ মোঃ ইব্রাহিম মাদবর। ২ এস এম আমিনুল ইসলাম। ৩ মোহাম্মদ ইদ্রিস ফরাজি। ৪ আবদুল আলিম। ৫ শামসুর নাহার। ৬ মোহাম্মদ শামসুল হক খান। ৭ আবুল বাশার আল- আজাদ। ৮ নান্নু মিয়া। ৯ মোঃ মোশারফ হোসেন।

প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সাধারণ জনগণের স্বার্থরক্ষা করতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা সভা করেন। আসন্ন জাজিরা উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ খোজখবর সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বিভিন্ন স্কুল মসজিদ ও হাট বাজারে জনসাধারণের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় ও দোয়া মাহফিলে অংশগ্রহন করে দোয়া ও সমর্থন চেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।

1 2 3