শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

নিউজ২৪লাইন:

রতন আলী মোড়ল জেলা প্রতিনিধি (শরিয়তপুর)শরিয়তপুরে সদর সাব-রেজিস্ট্রার অফিসের দূর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক আজকের দর্পণে পত্রিকার ব্যুরো প্রধান মোহাম্মদ জামাল মল্লিক (৪২) এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার সময় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

হামলার পরপরই হামলার ঘটনায় পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের সময় জেলা শহরের পালং মধ্যবাজারস্থ সদর সাব-রেজিষ্ট্রি অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিক মোহাম্মদ জামাল মল্লিক। ওই সময়ে ঘুষের টাকা আদান প্রদাণের ভিডিও চিত্র ধারণ করতে গেলে বহিরাগত সোলেমান সরদার (৪০), আলী সরদার (৬০) ভেন্ডার সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সাব-রেজিষ্ট্রি কর্মকর্তার উপস্থিতিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা করে। উপর্যুপরি মারপিট করে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা, রক্তাক্ত জখম করে। এক পর্যায় জোর পূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে, ধারনকৃত ভিডিও চিত্র মুছে ফেলে। তখন সাংবাদিকের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সাংবাদিক জামাল মল্লিক বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি শরিয়তপুর জেলায় সাংবাদিকদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ফাতেমা-আমেনা-দিলারা’র নেতৃত্বে শরীয়তপুর জেলা মহিলা শ্রমিকলীগের কমিটি গঠিত

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি:
ফাতেমা পান্না সরদারকে সভাপতি, আমেনা বেগমকে কার্যকরী সভাপতি ও দিলারা বেগমকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এক কর্মীসভায় এ কমিটি অনুমোদন দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। উদ্বোধক ছিলেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার। প্রধান বক্তা ছিলেন, কাজী রহিমা খাতুন সাথী। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামিনা ইয়াসমিন, শ্রমিক লীগের আহবায়ক ওয়াদুদ সরদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মোল্যা, শরীয়তপুর পৌরসভা শ্রমিক লীগের সভাপতি হায়দার সিকদার, শ্রমিক নেতা এরশাদ সিকদার প্রমূখ।

সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বিএমএসএফ অতীতের ন্যায় কাজ করবে

নিউজ২৪লাইন:

নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া, বুধবার,৭ ডিসেম্বর ,২০২২ সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বিএমএসএফ অতীতের ন্যায় কাজ করবে।বুধবার দুপুরে সাংগঠনিক সেবা মাস উপলক্ষে মতবিনিময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সংগঠনটি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিগত ১০ বছর ধরে কাজ করছে, আগামীতেও সাংবাদিকদের পাশে থাকবে।

নারী সাংবাদিক জিনাত জেবীন টিউনের সভাপতিত্বে ও মো: আশরাফুল ইসলাম রহিত এর সঞ্চালনায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবা মাস উপলক্ষে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (৭ ডিসেম্বর) বগুড়ার তিনমাথা এলাকায় দৈনিক সুপ্রভাত বগুড়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই ফোরাম সাংবাদিকদের অধিকার এবং স্বার্থ রক্ষার দাবি সংশ্লিষ্ট ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে ৩ শতাধিক শাখায় প্রায় ১৫ হাজারের বেশি সাংবাদিক কাজ করছেন।

এই ১৪ দফা দাবি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চয়তা রক্ষা করবে, এটি সাংবাদিকদের বেঁচে থাকার রক্ষা কবচ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৪ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। বিএমএসএফ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে ২০১৩ সাল থেকে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছে। এছাড়া যে কোন ধরনের হয়রানি মামলা নির্যাতন এবং নিপীড়নে সাংবাদিকদের পাশে থাকছে সংগঠনটি।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ জাতীয় পরিষদের নেতা ও নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জ্বল হোসেন, জাতীয় পরিষদের নেতা ও আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় পরিষদের নেতা ফয়সাল আজম অপু।

বক্তব্য রাখেন সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, আব্দুল ওহাব, মাকসুদ আলম হাওলাদার, আলী ইব্রাহীম, হায়দার আলী মিঠু, রায়হানুল ইসলাম, ইমদাদুল হক, প্রামাণিক রতন, শ্যামল সরকার ও রাসেল সরকার আকাশ।