বিএফএসএফ প্রতিষ্ঠাতা আবু জাফরকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

নিউজ২৪লাইন:
মোঃ রিয়াজ উদ্দিন সরকার :
ঢাকা, শনিবার,৩ ডিসেম্বর,২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ প্রতিষ্ঠাতাও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে হত্যার হুমকির ঘটনায় পল্টন থানায় জিডি করা হয়েছে। শনিবার ৩ নভেম্বর বিকেলে পল্টন থানা তিনি লিখিত অভিযোগ করলে পুলিশ অনুসন্ধানের জন্য জিডিভুক্ত (নং ১৭০) করেন।

অভিযোগে উল্লেখ করেন, গত ৩০ নভেম্বর বিকাল ৪ টা ১৮ মিনিটে মালেক মনি নামে এক ব্যক্তি তাকে ০১৯৩৯ ২৩ ৬৮৯ ৯ নাম্বার ফোন দিয়ে গালাগাল করে হত্যা করে টুকরো টুকরো করবে বলেও হুমকি দেন । ঐ নাম্বার থেকে ৪৮ সেকেন্ড তার সাথে কথোপকথন হয়। এর কিছুক্ষণ আগে মালেক মনি তার নিজের ব্যবহৃত আরেকটি নাম্বার থেকে দুই দফায় গালাগাল এবং ভয়ভীতি প্রদর্শন করেন।

এদিকে আহমেদ আবু জাফরকে হুমকির ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তার প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছে।

শরীয়তপুরে মৃত ব্যক্তির নামে চাঁদাবাজি মামলা

নিউজ২৪লাইন:

ভেদরগঞ্জ ||
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে অসহায় কৃষকদের হয়রানির অভিযোগ উঠেছে মিলন বকাউল নামে এক চিহ্নিত ভূমি দস্যুর বিরুদ্ধে। মিলন বকাউল একই ইউনিয়নের বাসিন্দা মৃত ইদ্রিস আলী বকাউলের ছেল। গত ২৭ নভেম্বর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় ভুক্তভোগী ছয় কৃষকের বিরুদ্ধে সখিপুর থানায় মামলা গ্রহনের নির্দেশ দিয়েছে আদালত। ফলে অসহায়ের মত বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে ঐসব কৃষকরা। এজারের আসামীদের মধ্যে ৭নং আসামী মৃত হাকিম হাওলাদারের ছেলে মুজাফফর হাওলাদার ৬ বছর আগে মারা গেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সরেজমিন ঘুরে জানাগেছে, ৪৫ বছর আগে ভেদরগঞ্জ উপজেলাধীন চরভাগা ইউনিয়নের খুনিকান্দি এলাকার কৃষক মোতালেব হাওলাদার, আজিজল মাল, মুজাফফর হাওলাদার, হরমুজ মাল ও কাদির মালের কাছে চরভাগা মৌজার আরএস ৪ একর জমি বিক্রি করে মিলন বকাউলের বাবা ইদ্রিস বকাউল। জমিগুলোতে এসব কৃষকরা নিজেদের মত করে ফসল বুনে আসছিলো। কিন্তু দুই মাস ধরে মিলন বকাউল ও একটি ভূমি দস্যু চক্র ঐসব জমি নিজেদের নামে বন্দোবস্ত এনেছে বলে দাবি করে। এক সময় ফসল ভর্তি জমি জোরপূর্ব দখলের চেষ্ট করলে ভূমিদস্যু চক্রটির সাথে কৃষকদের ব্যাপক দ্বন্ধ ও ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়দের সম্মীলিত বিরোধীতার মুখে দখল চেষ্টায় ব্যর্থ হয় চক্রটি। পরে গত ২৭ নভেম্বর তারিখ ঐসব সহায় কৃষকদের হয়রানির উদ্দেশ্যে শরীয়তপুর আদালতে একটি মিথ্যা চাঁদাবাজি মামলার আবেদন করে মিলন বকাউল। সে মামলায় ঐসব কৃষকদের বিরুদ্ধে সরাসরি এফআইআরের নির্দেশ দেয় আদালত।

ভুক্তভোগী নুরু মাল বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে ভোগদখল করা জমি হঠাৎ করেই মিলন ও তার চক্রের লোকজন জোরপূর্বক দখল করতে চাইছে। এখন দখল করতে না পারায় মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা অসহায় মানুষ।

মামলার আসামী কাদির মাল বলেন, আমাদের জমিতে রাতের আধাঁরে ঘরের বেড়া ও ভাঙ্গাচুরা টিন ফেলে রেখে তারা বলে, আমরা নাকি তাদের ঘর ভেঙ্গে ফেলেছি। আমাদের বিরুদ্ধে মামলা দিবে।

মোতালেব হাওলাদার বলেন, আমার ভাই মুজাফফর হাওলাদার ৬ বছর আগে মারা গেছে। তার বিরুদ্ধেও চাঁদাবাজি/লুটপাটের মামলা করেছে মিলন। মৃত মানুষের বিরুদ্ধে কিভাবে মামলা হয়! আমরা এ হয়রানি থেকে বাঁচতে চাই।

স্থানীয় ইউপি সদস্য বোরহান বেপারী, আজহার মোল্যা, মোহম্মদ আলী বেপারী বলেন, চক্রটি দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে আমাদের এলাকার লোকজনের জমি দখলের চেষ্টা করে আসছিলো। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের কারনে পারেনি। এখন তাদের হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা মামলা দিচ্ছে।

ভূমি দস্যু মিলন বকাউল বলেন, আমার জানা মতে, তিনি বেঁচে আছেন। কোন মৃত ব্যক্তির নামে মামলা করি নাই। তারা আমার জমিতে দখল নিতে দেয় না।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ বিষয়ে আদালতের নির্দেশের একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

গোলাম সরওয়ার পিন্টুর” সত্য ঘটনা অবলম্বনে অপরাধ ও সচেতন মূলক এক ভিন্ন মাত্রার গল্প নির্মিত “ক্রাইম ইনভেস্টিগেশন টিম” (সিআইটি)

নিউজ২৪লাইন;
মোঃ রিয়াজ উদ্দিন :
বিনোদন ডেস্ক :
গোলাম সরওয়ার পিন্টু মানেই একের পর এক ভিন্ন মাত্রার প্রতিভা, সামাজিক অবক্ষয় রোধের প্রয়াস! প্রতিবারের ন্যায় এবারও নতুন চমক নিয়ে দেশবাসীর মুখোমুখি হলেন। সত্য ঘটনা অবলম্বনে অপরাধ ও সচেতন মূলক এক ভিন্ন মাত্রার গল্প নির্মিত করলেন “ক্রাইম ইনভেস্টিগেশন টিম” (সিআইটি)। অপরাধ নির্মূল করা, অপরাধ থেকে মুক্ত থাকা বিষয়ভিত্তিক সুষ্ঠু প্রতিবেদনের মাধ্যমে সমাজকে সচেতন করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তার এই পথ চলা। বাংলাদেশে এই প্রথম উদ্দীপিত প্রচেষ্টা, সমাজের ন্যায়,অন্যায় ও অপরাধ নিয়ে বিভিন্ন সত্য ঘটনা অবলম্বনে। দুর্বার সাহসিকতায় নির্মিত হচ্ছে এক্সক্লুসিভ ক্রাইম অনুষ্ঠান “সিআইটি”।

অনুষ্ঠানটির প্রযোজক, গল্প ও প্রধান চরিত্রের অভিনেতা গোলাম সরওয়ার পিন্টু এক প্রশ্নের জবাবে বলেন।
গৌরবের এই হিরণ্ময় লগ্নে, আমরা বিন্দু থেকে বৃত্তের সন্ধানে, সত্য ঘটনা অবলম্বনে দেশের সর্বস্তরের শ্রেনী পেশার মানুষকে সচেতন করতে, ক্রাইম ইনভেস্টিগেশন টিম (সিআইটি) নামে অপরাধ মূলক ক্রাইম অনুষ্ঠান মাই টিভিতে প্রতি শনিবার বিকাল ৫:৩০ মিনিটে প্রচার করে যাচ্ছি, অন্যায় ও অপরাধী চক্রের ভীত কাঁপাতে, অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস নিয়ে, একঝাঁক তরুণ তরুণীদের সঙ্গে নিয়ে বিষয়ভিত্তিক সচেতন মূলক গল্প দেশবাসীকে উপহার দিতে চাই নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে নব উদ্যমে, আমাদের এই অবিরাম পথ চলা নিরপেক্ষ সত্য ঘটনা সবার মাঝে অনুপ্রেরণা, উৎসাহ আর উদ্দীপনা, ন্যায় অন্যায় গুলো জাতির সামনে তুলে ধরে মিশে যেতে চাই দেশের কল্যাণে। দেশবাসীর প্রতি সর্বদা আমাদের এই তৃপ্তিময় কর্মদক্ষতা থাকবে চলমান। আপনার এই সার্বিক সহযোগিতা আমাদের পথ চলাকে পৌঁছে নিয়ে যাবে স্বর্ণ শিখরতায়। ন্যায় অন্যায় নিয়ে সত্য ঘটনা অবলম্বনে সিআইটি হবে দেশের গণমানুষের প্রিয় মুখপাত্র অনুষ্ঠান। সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গী, মাদক, দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ গড়তে আপনার দিক নির্দেশনা একান্ত কামনা ও দৃঢ় প্রত্যাশী।